পার্বতীপুরে মাদকের ব্যবসা বন্ধ ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে গন সমাবেশ
দিনাজপুরের পার্বতীপুরে অব্যাহত ভাবে মাদক সেবন ও মাদকের ব্যবসা বন্ধ ও এ সবের প্রতিবাদ করায় দায়ের কৃত হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে গন সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০ টায় পার্বতীপুর রেলওয়ে শহরের রেলপার্ক এলাকার মিডিয়া কর্ণারে সংবাদ সম্মেলন করা হয় এবং বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ায় গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গন সমাবেশ ও সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে,পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ার মৃত শহিদুল হকের পুত্র মোঃ সুলতানা আলী (৫৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এ সবের প্রতিবাদ করায় সুলতান আলী বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে মামলা হামলার শিকারে পরিণত করেছেন। এরই ধারাবাহিক সম্প্রতি তিনি তার সহোদর ভাই মানিক শাহ ও হাসেম সহ চার জনের বিরুদ্ধে আদালতে হয়রানি মূলক মামলা করেছেন। এ সবের প্রতিবাদে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মানিক শাহ। এর আগে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত গন সমাবেশ বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আকরাম হোসেন,একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক জিয়া,হযরত আলী, ফওজিয়া খাতুন, মানিক,হাসেম প্রমুখ। প্রতিবাদ মূখর এলাকাবাসী এ সময় মানুষকে হয়রানী বন্ধ সহ মাদকের ব্যবসা বন্ধের জোর দাবী জানান। একই দিন সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সুলতান আলীর বসত বাড়ী থেকে গাঁজা সেবনকারীর একটি মোটরসাইকেল উদ্ধার করে। গাঁজা সেবনের সময় এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ