বিরামপুরে গরু ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাই, থানায় অভিযোগ
দিনাজপুরের বিরামপুর মহাসড়কে গরুর ব্যবসায়ীদের মারধর করে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। এঘটনায় গরু ব্যবসায়ী মশিউর রহমান বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুর ব্যবসায়ীদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গতকাল পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযোগে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রাণীগঞ্জ গরুর হাট থেকে অভিযোগকারী মশিউর রহমান সহ কয়েক জন গরু ব্যবসায়ী নছিমন গাড়িযোগে বিরামপুরের দিকে আসছিলো। এসময় বিরামপুর উপজেলার বিজুল বাজারের কাছাকাছি মানিক হোসনের নেতৃত্বে ১৪ জনের একটি দল নছিমনে থাকা গরুর ব্যবসায়ীদের উপর হামলা করে। তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে সবাইকে মারধর করতে থাকে। গাড়িতে থাকা মশিউরের মাথায় ২নং বিবাদী সাইফুল ইসলাম লাঠি দিয়ে স্বজোড়ে আঘাত করে। লাঠির আঘাতে মশিউর সড়কে পড়ে যায়। এসময় বিবাদী সাইফুল ইসলাম তার বুকের উপর চেপে বসে এবং তার কাছে থাকা ১লাখ ৮৫ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে নছিমন গাড়িতে থাকা আরও গরুর ব্যবসায়ীরা আহত অবস্থায় মশিউর রহমানকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এর আগে ঐদিন রাণীগঞ্জ গরুর হাটে ১নং বিবাদী মানিক হোসেনের সাথে মশিউর রহমানের সাথে সামান্য বিষয় নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। গরুর ব্যবসায়ীরা হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের বাসিন্দা।

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ