কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর স্বেচ্ছাসেবক লীগে ঠাই নাই
শুক্রবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখা আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখা,গাবতলী, নন্দীগ্রাম ও কাহালু উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে, জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আবদুল্লাহেল কাফি মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রানের সংগঠন এই স্বেচ্ছাসেবক লীগ। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আস্তা ও বিশ্বাসের একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হিসাবে দেশ ও দেশের মানুষের কল্যানে জীবন বাজি রেখে সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন ৭১ পরাজিত শক্তিরা আবারো দেশের উনয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে।তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সদা প্রস্তত থাকতে হবে। তাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষে আজকের এই বিশেষ বর্ধিত সভায় আমি আরো বলতে চাই কোন সন্ত্রাসী, চাদাবাজ,মাদক ব্যবসায়ী,মাদকসেবী স্বেচ্ছাসেবক লীগে ঠাই হবে না এই দিকে সকলকে নজর দেওয়ার আহবান জানাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মাদ আলী সিদ্দীক,শাহীন আলম,হাজ্বী আলাল,আব্দুর রউফ,নুরুল আমিন শিশির,বনি ছদর খুররম,নুরুন্নবী সরকার,সুলতান মন্ডল সজল,মশিউর রহমান মামুন,নাসিমুল বারী নাসিম,লিটন শেখ, সিরাজুল ইসলাম রতন,আব্দুল ওয়াদুদ পাপ্পু,মীর জোবায়ের জয় সহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ১১.৩০ মিনিটে তার কবরে শ্রদ্ধান্জলী ও বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি