মমতাজ উদ্দিন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন: মজনু
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, প্রয়াত জেলার আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বগুড়ায় দলের মূল কান্ডারী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন। তিনি কখনোই কোনো অপশক্তির সাথে আপোষ করেননি। আদর্শিকভাবে এই দলকে শক্তিশালী করতে মৃত্যুর আগ পর্যন্ত শক্ত হাতে দলের হাল ধরেছিলেন। বিরোধীদলের শত শত হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে রাজপথে থেকে বগুড়ায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। দলের প্রতি তাঁর অসামান্য অবদান সকল নেতাকর্মীর সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে।আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন।
আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা রাগেবুল আহসান রিপু এমপি বলেন, মমতাজ ভাইয়ের কখনো ক্ষমতার প্রতি লোভ লালসা ছিল না। তিনি দলের জন্য সব সময় আপোষহীন। বঙ্গবন্ধুর আদর্শে আর শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সব সময় অবিচল ছিল। এখনো সব সময় দল এবং সকল কাজে-কর্মে মমতাজ ভাইয়ের অভাব আমরা ক্ষণে ক্ষণে অনুভব করি। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন,আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল এডভোকেট আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু,শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব,এডভোকেট শফিকুল ইসলাম,আক্কাস, নাসরিন রহমান সীমা, আনোয়ার পারভেজ রুবন,রুহুল আমিন তারিক,এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শামসুল আলম জয়, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু,এডভোকেট শফিকুল ইসলাম নাফরু,অধ্যক্ষ আহসানুল হক, আলমগীর হোসেন স্বপন, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন,জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। স্মরণ সভাটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল রাজি জুয়েল দপ্তর সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ।সভাশেষে প্রয়াত নেতা মমতাজ উদ্দিন,বঙ্গবন্ধু ও পরিবারবর্গ, বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক প্রয়াত সকল নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।

প্রেস বিজ্ঞপ্তি