পার্বতীপুরে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় এবারের শীতে শুক্রবার (১৭ফেব্রুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চন্দ্রপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হিন্দু, মুসলিম ও আদিবাসী অসহায়-দরিদ্র-দুঃস্থ ৫ শ' জনের মাঝে কম্বল এবং প্রায় ৬ শ' জনকে চিকিৎসা ব্যবস্থা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্য ফাউন্ডেশন সেবা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (সি,বি,আর) এরিয়া ইনর্চাজ ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সেবা কেন্দ্র দিনাজপুর জেলা কমিটির সভাপতি শহিদুর রহমান মোহন পাটোয়ারী ও সহ-সভাপতি শামিম শেখ।
কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি সুস্থভাবে ধারণ, দেশের উন্নয়ন, বাস্তবায়ন ও মানবতার সেবায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছে চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। একইভাবে বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে এসে কাজ করলে দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দূর্দশা লাঘব হবে। তাই, ধনার্ঢ্য ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে যথাসাধ্য এগিয়ে আসা প্রয়োজন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ