৪ হাজার কিঃমিঃ সাইকেল চালিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী
সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশের হিলি সীমান্তে এসেছেন ভারতীয় তরুণী সাবিতা মাহাত।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।
তরুণী জানান, তাঁর বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান,শ্রীলঙ্কা ভ্রমন শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ ভারত বন্ধু প্রীতিম দেশ। একারনেই দু'দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছি।

দিনাজপুর প্রতিনিধিঃ