সৈয়দপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল টুর্নামেন্ট শুরু
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সার রায়হান টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ভলিবল টুর্নামেন্ট আয়োজক উপ-কমিটির আহ্বায়ক মো. মহসিনুল হক মহসিন।
এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউদজ্জামান বদিয়ার, কার্যনির্বাহী সদস্য মো.আব্দুস্ সবুর আলম, কুদরত স্মৃতি সংসদের সভাপতি মো. মাহফিজুল হক বাচ্চু, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম মোস্তফা, মো. আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শহীদ কুদরত স্মৃতি সংসদ বনাম সেবা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে সেবা একাদশ ৩ -২ সেটে শহীদ কুদরত সংসদকে হারিয়ে বিজয়ী হয়েছে।
গতকালকের খেলায় রেফারী দায়িত্ব পালন করেন সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম. এ) মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. হেলাল হোসেন। খেলায় সহকারী রেফারী ছিলেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. শরিফুল ইসলাম এবং শুভ সরকার।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় রূপালী ক্রীড়া চক্র বনাম সবুজ সমিতি পরস্পরের মুখোমুখি হবে।
আয়োজক কমিটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টে মোট আটটি ভলিবল দল অংশ নিচ্ছে। আর এ টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ভলিবল দলগুলো শহীদ কুদরত স্মৃতি সংসদ, সেবা একাদশ, রূপালী ক্রীড়া চক্র, সবুজ সমিতি, শামীম স্মৃতি সংসদ, জনসেবা সংঘ, ভলিবল একাডেমি ও সুর্য্যমুখী সংঘ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: