সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নীলফাামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার -২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২২,পদাতিক বিগ্রেড ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফারুক হাওলাদার এএফডব্লিউসি,পিএসসি।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস,পিএসসি।
এতে নজরুল ইসলাম হাউজ, ফজলুল হক হাউজ, বেগম রোকেয়া ও জসীমউদ্দীন হাউজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফারুক হাওলাদার এএফডব্লিউসি,পিএসসি বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. আক্কাছ আলী সরকার, উপাধ্যক্ষ বিদ্যালয় (শাখা) রেহেনা খানম , উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: