সৈয়দপুরে তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু
নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। প্রথমা প্রকাশনের সহযোগিতায় নীলফামারীর সৈয়দপুরে প্রথম আলো বন্ধুসভা ওই বই মেলার আয়োজন করেছে।
সোমবার বিকেলে শহরের বিমানবন্দর সড়কের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু’র সভাপতিত্বে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কথাসাহিত্যিক,গল্পকার মো. হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক সাবিনা সালাম, বীর মুক্তিযোদ্ধা মো. রইজ উদ্দিন ও বইমেলার আহ্বায়ক বন্ধুসভার বেলায়েত হোসেন প্রমুখ।
বন্ধুসভার বন্ধু তাপস রায় সঞ্চালনায় বইমেলায় সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী বেগম, মশিউর রহমান, লেখক ও কবি লিপিকা লিপি, সাংবাদিক আমিরুল বাপ্পী, নওশাদ আনসারী, বন্ধুসভার শ্রাবন্তী, আসাদ, তাপসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্ধুসভার আহসান হাবিব জনি জানান, তিন দিনব্যাপি একুশে বইমেলায় মোট ৬টি স্টল স্থান পেয়েছে। শুরুর দিনেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সফল হবে মেলাটি। বই মেলা আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে।
সোমবার বই মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হরেক বইয়ের সমাহার। স্কুল- কলেজ পড়ুয়া নানা বয়সী বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করছেন মেলায়। মাঠজুড়ে এক একটি স্টলে আগত দর্শনার্থীরা জটলা বেঁধে পছন্দের বই দেখছেন ও কিনছেন। বইমেলার উদ্বোধনী দিনেই যেন ব্যাপক সমাগম আর সাড়া ফেলেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: