বগুড়ায় ৯দিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে ৯দিন ব্যাপি একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রিপু বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের সাথে সরাসরি ১১ জন জড়িত ছিলেন। তাদের মধ্যে রয়েছে বগুড়ার তিন জন যা আমাদের গর্বের। তারা হলেন ভাষা সৈনিক গাজিউল হক, এম আর আক্তার মুকুল ও নুরুল ইসলাম। এছাড়াও তিনজন নারীও সেই আন্দোলনে অবদান রেখেছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা নানা ভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। বগুড়ায় এই তিনজনই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শহীদ মিনার স্থাপন করেছিলেন। এছাড়াও বাংলাদেশের বহু নারী ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন যা নারী জাগরণের অন্যতম সূচনা ছিলো। রিপু আরো বলেন, ভাষা সৈনিকদের সম্মান জানানোর জন্য আমাদেরকে শুদ্ধভাবে বাংলা লেখা ও চর্চা করতে হবে। এসময় তিনি শহীদ খোকন পার্কে নির্মিত শহীদ মিনার অপসারণ করে পূর্বের শহীদ মিনার নির্মাণের দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
আলোচনা সভা শেষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এদিকে বইমেলাকে ঘিরে শহীদ খোকন পার্কে বইয়ের স্টল বসেছে। মেলায় মোট ৩৬টি স্টল বসেছে। এছাড়াও মেলায় প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

ষ্টাফ রিপোর্টার