ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে
বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, আজকের তরুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত করার মধ্যে দিয়েই প্রকৃত দেশাত্মবোধ জাগ্রত হবে। শুদ্ধভাবে বাংলা লিখা ও বলতে হবে। মহান ভাষা আন্দোলনে বগুড়ার অগ্রনী ভুমিকা ছিল। ভাষা আন্দোলনে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন বগুড়ার কৃতি সন্তান ভাষা সৈনিক গাজীউল হক, এম আর আখতার মুকুল, অধ্যাপক নুরুল ইসলাম। বগুড়ার তিন নারী বগুড়া শহরে ভাষা আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন। এসব ইতিহাস তরুন প্রজন্মকে জানতে হবে।
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বর্তমান সরকার নতুন প্রজন্মকে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে নানামুখী উদ্যোগ নিয়েছে। বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে।
তিনি সোমবার বিকেলে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, ভাষা সৈনিক গাজীউল হকের সন্তান রাহুল গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। বগুড়া প্রেসক্লাবের একুশে উদযাপন কমিটির সদস্য জেএম রউফ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কার্যনির্বাহী সদস্য ফরহাদুজ্জামান শাহী,তানসে আলম, ক্লাবের সদস্য গৌরব চন্দ্র, শাহনেওয়াজ শাওন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫টি বিভাগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার খ্যাতিমান চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমেদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, চিত্রশিল্পি নিক্সন। প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। এছাড়া দিবসের সূচনালগ্ন ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সদস্যবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি