বগুড়ায় একুশের বইমেলা শুরু
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫টায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বগুড়া শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এম এ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এসএম বেলালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল
আউয়াল। বইমেলার উদ্বোধণী দিনে দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নিউজ কর্ণার পাবলিশিং থেকে প্রকাশিত নঈম হাসানের কিশোর মানিকের মুক্তিযুদ্ধ ও ইশা প্রকাশন থেকে গল্পকার অনন্য রফিক এর মধ্যম পুরুষ। বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
এবারের বইমেলায় ৩৬টি বইয়ের স্টল স্থান পেয়েছে। বইমেলায় প্রতিদিন বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারত থেকে আমন্ত্রীত নৃত্যের সংগঠন ছন্দম এর নৃত্য শিল্পীদের পরিবেশনায় ভাষার প্রতি শ্রদ্ধা রেখে নৃত্য পরিবেশন থাকবে। ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৭টায় প্রভাত ফেরী অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তি