সান্তাহার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সান্তাহার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনভর উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংগ্রহন করেন। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। সকাল থেকে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়।
দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপধাক্ষ ড. মো. আব্দুল ওয়াহাব, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সান্তাহার কারিগরী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, থানার ওসি রেজাউল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁিড়র পরিদর্শক রেদানুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি’র চেয়ারম্যান আব্দুল হক আবু। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম প্রমূখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ