শিবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদ এর আয়োজনে এবং পরিচালনা উন্নয়ন প্রকল্প এর আওতায় স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইক) এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু ও নিচু বেঞ্চ প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলকুম সম্পার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ