পার্বতীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব সাবেদ আলী। তিনি সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
জানা গেছে,সরকারী হাসপাতালের সেবার মান ও পরিবেশ সহ বিভিন্ন দিক পরিদর্শনের জন্য সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব সাবেদ আলী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেন এবং সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন। এ সময় তাঁর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশন (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হামদুল্লাহ সহ কর্মরত ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও ডাক্তারের সাথে মতবিনিময় করেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ