কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চাকা বিকল, ২ ঘন্টা পর চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি কামড়ার চাকা বিকল হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী সাধারণের।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর রেলওয়ের মেকানিক্যাল বিভাগ ট্রেনটির ফিটনেস পরীক্ষা করতে গিয়ে ট্রেনে ্#৩৯;ঝ্#৩৯; নং কামড়ার চাকা বিকল দেখতে পায়। এসময় মেকানিক্যাল বিভাগে জনবল এসে ট্রেনের ঐ কামড়াটি
গ্যারেজে নিয়ে যায়। প্রায় দেড় ঘন্টার চেস্টায় কামড়ার চাকা ঠিক করে ২ ঘন্টা ২০ মিনিট বিলম্বে দুপুর ২টায় ট্রেনটি সান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী মুন্না বলেন, আমি জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে টিকেট কেটে উঠেছি। আমার কামড়া নং ঝ। সান্তাহার স্টেশনে ট্রেন পৌঁছালে ট্রেনে কর্মরত টি.টি ও পুলিশ ট্রেনের কামড়া থেকে সকলকে নেমে যেতে বলে। ট্রেনের কামরার চাকা অচল হওয়াই কামড়ার সবাই নেমে প্লাটফর্মে দাঁড়িয়ে আছি। শিশু ও বৃদ্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির
মধ্যে পড়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে পৌঁছানোর পড় ট্রেনের ১০৪৬ কামড়ার একটি চাকার সমস্যা হয়। পড়ে চাকা মেরামতের পর দুপুর ২ টায় ট্রেনটি সান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ