মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) আলোচনা সভায় বক্তারা বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাভাষা ছড়িয়ে পড়লেও এদেশে অনেক ক্ষেত্রেই ভাষার যাচ্ছেতাই ব্যবহার হচ্ছে। সরকারি উদ্যোগে ভাষা নীতি ও বানান রীতি প্রণয়ন করাসহ তা সর্বত্র বাস্তবায়নের কোন নির্দেশনা প্রদান না করার কারণেই এমনটি হচ্ছে। একারণে দ্রুত এবিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে।
বগুড়ার প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও বগুড়াবাসীর প্রাণের দাবি আগের আদলের কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি।
জোট সরকারের সময় বগুড়ার মানুষের মতামতের তোয়াক্কা না করে ঐতিহ্যবাহী শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। সেখানে যে স্থাপনা
নির্মিত হয়েছে তা কোনভাবেই শহীদ মিনার হতে পারেনা। অবিলম্বে তারা বগুড়ায় একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের দাবি জানান।
বিইউজে আয়োজিত মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য
রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন,
বিএফইউজে নির্বাহী কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও এএইচএম আখতারুজ্জামান। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বিধান চন্দ্র সিংহ, আব্দুল মালেক মানিক, গৌরব চন্দ্র দাস, খায়রুল আহসান, আজিজ আহম্মেদ রুবেল, আলমগীর হোসেন, রাজু আহম্মেদ সানাউল হক সানা প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই ভাষা শহীদসহ সকল গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আত্মবলিদানকারি শহীদদের প্রতি শ্রদ্ধা
জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দিবসের সূচনালগ্ন ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিইউজে নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি