পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নওগাঁর পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।
উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :