সৈয়দপুরে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অমর একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন গৃহিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শহীদ বেদী পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
রাত ১২টা এক মিনিটে শহীদ দিবসের প্রথম প্রহরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়। শহীদ মিনারে প্রথম পুষ্পমাল্য অর্পণ করে সৈয়দপুর উপজেলা প্রশাসন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথম শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর পর একে একে সৈয়দপুর উপজেলা পরিষদ,পুলিশ প্রসাশনসহ বিভিন্ন সরকারি দপ্তর,শায়ত্বশাসিত,আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক, পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদবেদী।
এছাড়াও সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক পৃথক প্রভাতফেরি করে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পন করে। সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আলী প্রমূখ।
শেষে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা ও চিত্রাঙ্কন, রচনা ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: