পার্বতীপুরে মহান শহীদ দিবস উপলক্ষে ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
দিনাজপুরের পার্বতীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সকালে পার্বতীপুর (ক্যানেল) সংলগ্ন তাহসিনুল কোরআন একাডেমী'র আয়োজনে তাহসিনুল একাডেমীর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তাহসিনুল কোরআন একাডেমী'র শিক্ষার্থীরা অংশ নেন।
তাহসিন আহম্মেদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড.মোস্তাফিজুর রহমান (ফিজার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন এবং পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাহসিনুল কোরআন একাডেমীর শিক্ষিক মওলানা সাদ্দাম হোসেন। ইসলামী সংগীত ও ক্বেরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ