শিবগঞ্জে উপজেলা ছাত্রলীগ এর কর্মী সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্র লীগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজিব সাহা।উদ্বোধনের পর উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ বক্তা ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দোহা শামীম, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, উপজেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কলেজ ছাত্রলীগ নেতা আমানুল হক আরমান, রাকিব হাসান, বোরহান আলী মহন, খোসাল সরকার, মারজুক মীরশাল মারুফ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ