আদমদীঘিতে ইরি-বোরো চাষের সেচ মুল্য নির্ধারণ
বগুড়ার আদমদীঘিতে চলতি ইরি-বোরো আবাদ মৌসুমে গভীর ও অগভীর নলকুপ স্কীমের আওতায় জমির সেচ মুল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা সেচ কমিটি এক সভার মাধ্যমে নলকুপের মালিকদের মুল্য কারসাজী ঠেকাতে মুল্য নির্ধারণ করা হয়। সেচ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী প্রতি শতক জমির সেচ মুল্য নির্ধারণ করা হয়েছে ৩৮টাকা। এতে ২৯ শতকের প্রতি বিঘার সেচ মুল্য এক হাজার একশ’ দুই টাকা এবং ৩৩ শতকের প্রতি বিঘার সেচ মুল্য হবে এক হাজার দুইশ’ ৫৪ টাকা। এছাড়া আমন মৌসুমে সেচ প্রয়োজন হলে প্রতি বিঘার জন্য দুইশ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে ও সেচ কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর পরামর্শে ওই মুল্য নির্ধারণ করা হয়। এর মাধ্যমে অসাধু সেচ মালিকগণ কর্তৃক কৃষকদের নিকট থেকে অতিরিক্ত মুল্য আদায় রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেচ কমিটি।
সেচ কমিটির এই সিদ্ধান্ত কোন গভীর ও অগভীর নলকুপ মালিক অমান্য করলে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেচ কমিটির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) বিএডিসি’র উপ-সহকারি প্রকৌশলী (সেচ) মেহেরলাল চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নলকুপ মালিক ও ইউনিয়ন কৃষক প্রতিনিধিবৃন্দ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ