সৈয়দপুরে গীতি নৃত্য নাট্য “এ লড়াই বাঁচার লড়াই” মঞ্চস্থ
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৩ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার পরিবেশনায় গীতি নৃত্য নাট্য “এ লড়াই বাঁচার লড়াই” মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার (একুশে ফেব্রুয়ারি) সন্ধায় সাড়ে ছয়টায় সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে ওই গীতি নৃত্য নাট্য মঞ্চায়িত হয়।
এ গীতি নৃত্য নাট্য মঞ্চায়ন উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির।
উদীচী শিল্পীগোষ্ঠীর প্রযোজনায় “এ লড়াই বাঁচার লড়াই” গীতি নৃত্য নাট্যটি পরিচালনায় ছিলেন শেখ রোবায়েতুর রহমান রোবায়েত। এ গীতি নৃত্য নাট্যের সংগীত পরিচালনায় ছিলেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির ও রোবায়েতুর রহমার রোবায়েত। নৃত্য পরিচালনায় ছিলেন ইফফাত জাহান কলি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আখতার হোসেন মৃধা, কুমার অপু বিশ্বাস, শরীফা, বলরাম, সেলিম, চিন্ময়, জলিল ও রাব্বী। ধারা বর্ণনা ও আবৃত্তিতে ছিলেন শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, শফিউল ইসলাম রঞ্জু, ফারহানা,অপু ও আলভি।
সংগীত ও নৃত্যে অংশ গ্রহন করেন সৃষ্টি, স্নেহা, পিউ, পিয়ালী, বৈশাখী, বিথী, বিথীকা, মোনালিসা, বিজয়, কাশফি, প্রভা, সৈয়দামনি, শরীফা,টুম্পা, কাকলী,তীর্থসহ উদীচীর অন্যান্য শিল্পীবৃন্দ।
গীতি নৃত্য নাট্যটির গ্রন্থনা ও নেপথ্য বর্ণনায় ছিলে শফিউল ইসলাম রঞ্জু। আর বাদ্যযন্ত্রের ছিলেন বিজয়,মবুল ও সোলায়মান। এতে ব্রিটিশ ভারতের সময় থেকে নিয়ে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ,পাকিস্তান রাষ্ট্রের জন্ম, নানা বৈষম্য, অত্যাচার-নির্যাতন, ভাষার মর্যাদার প্রতিষ্ঠার রায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যত্থান, সত্তরের নির্বাচন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী শক্তির রাজাকার, আল-বদর,আল-শামস্ ও তাদের এদেশীয় দোসরদের রাজনৈতিকভাবে পুনর্বাসন ও অপতৎপরতার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। উদীচীর পরিবেশনায় গীতি নৃত্য নাট্যটি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: