সৈয়দপুরে অভিজ্ঞ অপরাজিতাদের প্রশিক্ষণ
নীলফামারীর সৈয়দপুরে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ডেমক্রেসি ওয়াচের নারী ক্ষমতায়ন অপরাজিতা প্রকল্পের আওতায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের (বিআরডিবি) হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
এ প্রশিক্ষণে দিনব্যাপী অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি এবং স্থানীয় সরকারে নারী জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী কামাল হোসেন শাহ্।
এ সময় তাকে ডেমক্রেসি ওয়াচের অপরাজিতা প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়াকিং কো-অর্ডিনেটর জুলিয়া আখতার চৌধুরী ও মাঠ সমন্বয়কারী মুহম্মদ নাজমুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে নীলফামারীর সদর উপজেলার সংলগশী, গোড়গ্রাম, টুপামারী,চওড়াবড়গাছা, খোকশাবাড়ী ও কচুকাটা এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর,কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের প্রতিটি থেকে দুইজন করে মোট ২০ জন অপরাজিতা নারী অংশ নেন।
ডেমক্রেসি ওয়াচের অপরাজিতা প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অ্যাডভোকেসি সম্পর্কে ধারণা অর্জনা এবং ইস্যুভিত্তিক অ্যাডভোকেসির বিভিন্ন কৌশল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে কার্যকরী ভূমিকা রাখতে উদ্যোগী হবেন।
এছাড়াও অর্জিত অভিজ্ঞতা দিয়ে সমমনা বিভিন্ন নেটওয়ার্কিং এবং সরকারী - বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে উদ্যোগী এবং নারীর ওপর সহিংসতা বন্ধে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: