বগুড়ায় এসপিজিআরসি কমিটির পরিচিতি সভা
এসপিজিআরসি বগুড়া জেলা শাখার আয়োজনে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বগুড়া শহরের কলোনী লতিফপুরে মঙ্গলবার অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্যকরি সভাপতি শাহ নেওয়াজ খান হিরু, সহ সভাপতি শেখ ওমর ফারুক, সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, সহ সভাপতি মোঃ আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম কান, সাংগঠনিক সম্পাদক ওয়াসি আহম্মেদ চুন্নু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসগর, প্রচার সম্পাদক মোঃ আফরোজ আলম, বার্তা সম্পাদক মোঃ কামরুজ্জামান বুলু, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ নাসিম প্রমুখ। এসপিআরজিসির ঢাকা কেন্দ্রীয় কমিটি কর্তৃক গৃহীত নব নির্বাচিত বগুড়া জেলা কমিটি ৪১ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য অনুমোদন করে। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
পরিচিতি সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে মাতৃভাষা দিবসের আলোচনা সভা শেষে এসপিআরজিসির বগুড়ার প্রধান পৃষ্ঠপোশক আলহাজ¦ এম নাসিম খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার