সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উত্তরবঙ্গের বনেদী সাহিত্য -সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নীলফামারীর সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের শেরে বাংলা সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।
শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম, আ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সংগীত সম্পাদক সাংবাদিক এম ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা লিপি, নাট্য সম্পাদক মীর সরওয়ার আলী মুকুুল, কার্যকরী সদস্য প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, আব্দুল খালেক, অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, মো. বদিউজ্জামান বদিয়ার, কথাসহিত্যিক আকমল সরকার রাজু প্রমুখ। পরে শিল্প সাহিত্য সংসদ পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তি করে। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বেলা ১১টায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের ক হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিল্প সাহিত্য সংসদের সদস্য-সদস্যা বৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: