বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
বগুড়ায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তার নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের দত্তবাড়ী জেলা মহিলা ক্রীড়া সংস্থা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের জেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পি বেগম, মোছা. স্বপনা চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার বানু সুইটি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকছুদা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইসমত আরা, শান্তনা, আইভি আক্তার নুপুর, মাছুমাসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি