মিথ্যা মামলায় হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার শাজাহানপুরের মোঃ আব্দুল বাছেদ বাচ্চু বগুড়ার কোর্ট এলাকার ফুটপাতে পুরাতন কাপড় বিক্রেতা।
আজ শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে হাজির হয়ে তিনিbলিখিত বক্তব্যে বলেন,তার মামলার মোঃ বাবুল হাসান, বগুড়া নারী ও শিশু ট্রাইবুনাল-২ কাজ নাই মজুরী নাই ভিত্তিতে নৈশ্য প্রহরী পদে চাকুরী করে। তার সাথে পরিচয় এবং সু-সম্পর্ক কারণে ব্যবসার জন্য তার
নিকট হতে ৩০ হাজার টাকা ধার চাইলে বাদি তাকে নগদে ৩০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আমি নগদে সেই ৩০ হাজার টাকা
পরিশোধ করি। কিন্তু বাদি জাল স্বাক্ষরে জাল দলিল করে মোঃ বাবুল হাসান ৪ লাখ ৬৫ হাজার টাকা পায় বলে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে মিথ্যা মামলা করেন। মামলা নং- ৬১২ সি/২০২২ নবাবগঞ্জ। মামলার ধারা- ৪০৬/৪২০/৫০৬/৩৪ দঃবিঃ। সেই মামলায় বিবাদী ও তার ছেলে ৩৩ দিন ও পরে ৫২ দিন সাজা খাটেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন কোর্টে নৈশ্য প্রহরী পদে চাকুরী করার সুবাদে বিবাদী মিথ্যা দলিল তৈরী করে মিথ্যা মামলা করে তাকে হয়রানি করছেন। মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি জেলা প্রশাসক, জেলা জজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, বগুড়া জেলা পুলিশ সুপার, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নিকট অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন তার ছেলে ইলেকট্রিক মিস্ত্রী খোকন মিয়া।

প্রেস বিজ্ঞপ্তি