বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষির পাশাপাশি প্রাণীসম্পদের গুরুত্ব অপরিসীম
বগুড়ার শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কৃষির পাশাপাশি প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার মৎস্য, কৃষি ও প্রাণীসম্পদ তথা গবাদীপশু পাখি পালনে ব্যাপক ভূমিকা পালন করছে। বাংলাদেশ আমিষের চাহিদা মিটিয়ে মাছ, মাংস বিদেশে রপ্তানী করছে। কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করেছে। বর্তমান সরকার খাদ্যে সয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আমরা খাদ্য শস্য রপ্তানী করছি। এক সময় আমিও খামারী ছিলাম, কিন্তু আমি আমার খামার রক্ষা করতে পারিনি। রক্ষনাবেক্ষনা চিকিৎসার জন্য অতিতে সরকারের সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমান খামারিরা প্রাণীসম্পদ চিকিৎসায় অনেক সুবিধা ভোগ করছে। বাংলাদেশের নামিদামী ঔষধ কোম্পানী গবাদীপশুপাখির ঔষধ বাজারজাত করে প্রাণীসম্পদ চিকিৎসায় ব্যাপক ভূমিকা রাখছেন। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ প্রাণীসম্পদ কার্যালয় পিছিয়ে নেই। এখানে পশুপাখিসহ গবাদীপশুর আধুনিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই সরকারের সময় আরো অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জনগণের দুড়গড়ায় প্রাণীসম্পদ চিকিৎসা পৌছে দেওয়া হবে। বর্তমানে গবাদীপশুপাখির তথা প্রাণীসম্পদ লালনপালনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় খামারীরা বিপাকে পড়েছে। এব্যাপারে সরকারী প্রনোদনা ও মূল্যহ্রাসের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল প্রাণীসম্পদক প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোঃ সিরাজুল ইসলাম। সঞ্চলনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মোঃ মোনতাসির মামুন। বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ সম্প্রারণ কর্মকর্তা ডা: ববি রানী সাহা, প্রাণীসম্পদ সম্প্রারণ কর্মকর্তা এনএটিপি-২ ডা: মোহাম্মদ মাহমুদুল হাসান সাগর, ভেটেরিনারি ফিল্ড এ্যাসিস্ট্যান্ড সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়যায়দিন শিবগঞ্জ প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল। প্রদর্শনীতে উপজেলার প্রাণীসম্পদ ও দুগ্ধজাত খাবার ভেটেরিনারী ঔষধসহ বিভিন্ন স্টল তাদের প্রাণী উপকরণ প্রদর্শন করেন। খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন এসএস এগ্রো ফার্ম এর ছানোয়ার হোসেন অর্ক, পাঠা খামারী আবু ছাইদ মোহাম্মদ আনারুল ইসলাম শাহীন, ছাগল খামারী মাহবুর শেখ, নাইম মিয়া, সার খামারী সানোয়ার হোসেন, পাখি খামারী হামিদুল সরকার।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ