সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী - ২০২৩ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় ওই প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন করা হয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে ফাইভ স্টার মাঠে “স¥ার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।এ প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হাসের সভাপতিত্বে প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায়।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসনিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু এবং শহরের সফল ও সুবিধাভোগী খামারি মো. সাহিদ আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেনসহ সাংবাদিক, বিভিন্ন খামার ও পোলট্রি মালিকেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে সৈয়দপুর পৌরসভা ও উপজেলা এলাকার পোলট্রি ও খামার মালিকদের খামারে পালিত উন্নতজাতের গরু-ছাগল, কবুতর, পাখি, বিড়ালসহ গৃহপালিত বিভিন্ন পশুপাখি প্রদর্শণ করা হয়। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আলতাফ ডেইরি ফার্ম, সাহিদ আজিজ ডেইরি ফার্ম, নীলমনি কুন্ড ডেইরি ফার্ম, ভাই ভাই ডেইরি ফার্ম, সবজু বাংলা ডেইরি ফার্ম।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: