কলসা আহসানউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন
মনের টানে প্রানের বিদ্যালয়ে এসে সকাল থেকে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা । সাথে ছিল অনেকের পরিবার ও তাদের সন্তানরা । ্ধসঢ়;এসেছিল বিদ্যালয় থেকে চাকুরী শেষে অবসর নেওয়া অনেক শিক্ষক । শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের পদচারনায় মূখরিত হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গন ।
শনিবার উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে বগুড়ার আদমদীঘি ্ধসঢ়;উপজেলার সান্তাহার কলসা আহসান উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপন অনুষ্ঠান ।
শনিবার সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, সাবেক গর্ভণর ও সংসদ সদস্য বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা কছিম উদ্দীন আহম্মেদ । সকাল ১০টায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বিদ্যালয়ে বিদ্যালয়ে এসে শেষ হয় । পরে বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহনে
স্মৃতিচারনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় । দুপুরে মধ্যাহ্ণভোজের পর বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এমরান তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান ।
প্রধান আলোচক ছিলেন,বিদ্যালয়ের ছাত্র বগুড়া জেলা জজ কোর্টের পিপি ও জেলা বারের সভাপতি অ্যাড.আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, কলসা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও এন এস আইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক শেখ গোলাম মোক্তাদির,রাজউকের সাবেক নির্বাহী প্রকোশলী সাইদুর রহমান,বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শেখ গোলাম কাদের,সহকারী অধ্যাপক রবিউল ইসলাম,প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম,সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া, ব্যবসায়ি মোস্তাফিজুর রহমান প্রমূখ ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন,সাজেদুল ইসলাম ও নিসরুল হামিদ । শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ