শাজাহানপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে বগুড়ার শাজাহানপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী সাজাপুর বেলপুকুর উচ্চ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনী আয়োজন করে।
প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মোসÍারী।এর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান।
এ সময় উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার নূরে আলম,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ সহ উপজেলা ভেটেরিনারি সার্জন,এলএসপি ইউনয়িন প্রাণসিম্পদর্কমী,খামার-খামারীগণ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ৪২টি স্টল স্থান পায়।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত হাঁস-মুরগী,গরু-ছাগল,গারল সহ বিভিন্ন রকম পশু-পাখি,প্রাণি-প্রযুক্তি,প্রাণিজাত পণ্য প্রদর্শন করেন।এছাড়াও আধুনিক খামারে ব্যবহ্নত বিভিন্ন ধরনের মেশিন প্রর্দশন করে।স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাপনীতে প্রদর্শনীতে আগত খামারীদের মধ্যে বড় প্রাণী, ছোটপ্রাণী,পোল্ট্রি ও প্রাণি প্রযুক্তি শ্রেণিতে ১ম, ২য়, ৩য় ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: