বগুড়ায় ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণের মিলনমেলায় পরিনত হয়। সকলে মিলে গানবাজনা ও নৃত্যে অংশ নেয়। পুরনো দিনের গান অতীতকে মনে করে দেয় ও এ প্রজন্মের শিক্ষার্থীদেরও উপযোগী গান পরিবেশিত হয়। সবারই চোখে মুখে আনন্দের ছাপ। ছোট-বড় সবাই একসুরে গান গেয়ে গেয়ে অনুষ্ঠানকে মুখরিত করে তোলে। একঘেঁয়েমি জীবন থেকে মুক্তি পেতে বনভোজনের বিশেষ ভূমিকার কথা স্মরণীয়। সারা বছর শুধু কাজ আর কাজ। কত নিয়ম, কত শাসন। কিন্তু বনভোজনের দিন কত শাসনের বন্ধন থাকে না। সেদিন সবার সঙ্গে থাকা যায়, একসঙ্গে খেলা যায়। সবাই মিলে উন্মুক্ত প্রাঙ্গণে বসে খাওয়া যায়।
বনভোজন আনন্দের ছোটোখাটো অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মনের কোনো ক্ষোভ থাকে না, কোনো নিষেধ থাকে না। বনভোজনের আনন্দ তাই নির্মল আনন্দ। অদূরে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এই বনভোজন ও মিলনমেলার। প্রকৃতির নির্মল সান্নিধ্যে ও প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এ বনভোজনের আয়োজনে অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্লদের মধ্যে। বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন উপভোগ করতে করতে মধ্যাহ্ন ভোজের সময় হয়ে যায়। দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে সবাই আনন্দ উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ এর উপদেষ্টা মি. দিলীপ মারান্ডী, সহ-সভাপতি মি. সৌরভ বিশ^াস, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, বগুড়া ওয়াইএমসিএ পরিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী, উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি