আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় নূরজাহান (৭০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজারে এদূর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী নুরজাহান মঙ্গলবার দুপুরে মুরইল বাজারে পান সুপারি ক্রয়ের উদ্দেশ্যে বের হয়। পান সুপারি ক্রয় শেষে বাড়ী ফেরার পথে মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময়ঢাকা মেট্রো-ট-২২-২৯৬৫ নম্বর ট্রাকের ধাক্কায় নুরজাহান নামের ওই বৃদ্ধা নারী ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আদমদীঘি থানার এসআই হাফিজ উদ্দীন বলেন, ট্রাকের ধাক্কায় নূরজাহান নামের এক বৃদ্ধা নারী ঘটনাস্থলে নিহত হয় এবং ঘাতক ট্রাক আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ