আদমদীঘিতে বিকাশের টাকা ছিনতাই অস্ত্র সহ গ্রেপ্তার এক
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে বিকাশের দোকানের ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ধারালো অস্ত্র সহ ছিনতাইকারী বাঁধনকে আটক করে পুলিশে সোপর্দ করেন জনতা।
ঘটনাটি ঘটেছে গত ২৭ ফেব্রুয়ারী রাত ৯টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম নিমাইদীঘি রাস্তায়। গ্রেপ্তারকৃত বাঁধন আদমদীঘির ছাতিয়ানগ্রামের চয়েন উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নিমাইদীঘি গ্রামের আবু হেনা মোস্তফা কামাল ছাতিয়ানগ্রাম রেলগেটে বিকাশ ও ফেক্সিলোডের দোকানের ব্যবসা চালিয়ে আসছিলো। প্রতিদিনের ন্যায় গত ২৭ ফেব্রুয়ারী সোমবার রাত্রী পৌনে ৯টার সময় দোকান বন্ধ করে দোকান হইতে নগদ এক লক্ষ ২০ হাজার ৩শ টাকা এবং বিকাশ ও ফেক্সিলোভের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন সহ প্রতিবেশী দোকানদার মামুনের সাথে বাড়ী ফেরার পথে নিমাইদীঘি নামকস্থানে পৌছলে ছিনতাইকারী বাঁধন সহ ৩/৪ জন ছিনতাইকারী পথরোধ করে ধারালো অস্ত্র গলায় ধরে বিকাশ ও ফেক্সিলোড ব্যবসার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পারানোর চেস্টা করে। এসময চিৎকার করলে স্থানীয়রা ছিনতাইকারী বাঁধনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এঘটনায় বিকাশের দোকানের মালিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন।
আদমদীঘির থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ছিনতাই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামী বাধনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়ে। বাঁধনের বিরুদ্ধে নওগাঁ জেলায় হত্যা মামলা রয়েছে বলে জানায় তিনি।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ