আদমদীঘিতে ৭ মার্চ উদযাপন কল্পে প্রস্ততি সভা
বগুড়ার আদমদীঘিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিসভা গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ওসি তদন্ত জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হামিদ, সাংবাদিক হাফিজার রহমান প্রমূখ। সভায় দিবসটি যথাযথ ভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসুচী নেয়া হয়েছে।

                    
                আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ