প্রকাশিত : ২ মার্চ, ২০২৩ ১৫:০৬

শিবগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

“ভোটার হোক নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূরি মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কমসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ ও ২৫ জন নতুন ভোটারদের ছবি তোলা হয়। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, জনস্বাস্থ্য ও প্রকৌশলী জাহানারা খাতুন, সমবায় অফিসার রাজিয়া সুলতানা, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকতা হাসেম আলী,সহকারি সমাজসেবা অফিসার এনামুল করিম, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, সরকারি এম.এইচ কলেজ সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ সরকার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শিবলী, সাংবাদিক প্রদীপ মোহন্ত, পবন রায়, আব্দুর রউফ রুবেল। 

 

উপরে