বানারীপাড়ায় জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা

"ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে" স্লোগানকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত র্যালী ্উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। ্উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,্উ্পজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,্ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,্্উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ। বাানরীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান স্বাগত বক্তৃতা করেন। ্এসময় উ্পজেলা সমবায় অফিসার আবুল বাশার,বানারীপাড়া থানার ্্উপ-পরিদর্শক ওসমান গণি,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শিিফকুল আলম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।