প্রকাশিত : ৫ মার্চ, ২০২৩ ২১:১১

পার্বতীপুরে উপকার ভোগীদের মাঝে অর্থ পুনবিনিয়োগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে উপকার ভোগীদের মাঝে অর্থ পুনবিনিয়োগ

দিনাজপুরের পার্বতীপুরে উপকার ভোগীদের মাঝে অর্থ পুনবিনিয়োগ করা হয়েছে। রবিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে উপকার ভোগীদের মাঝে অর্থ পুনবিনিয়োগ করা হয়।

জানা গেছে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রবর্তিত দারিদ্র বিমোচনমূলক কর্মসূচির সুতিকাগার পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) এর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় পার্বতীপুর এর মাধ্যমে ৫ লাখ ৯৬ হাজার  টাকা ২৫ জন উপকারভোগীর মাঝে পুনবিনিয়োগ করা হয়। পাশাপাশি দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন ঋণ কার্যক্রমের আওতায় ৩ জন উপকারভোগীর মাঝে ৫৫ হাজার টাকা  পুনবিনিয়োগ করা হয়।

পুনবিনিয়োগকৃত অর্থ বিতরণ করেন মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার,পার্বতীপুর ও রাকিবুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার,পার্বতীপুর।এ সময় পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপরে