প্রকাশিত : ৬ মার্চ, ২০২৩ ২১:২১

বগুড়ার মহাস্থানে ৬ ব্যবসায়ীর জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার মহাস্থানে ৬ ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার মহাস্থান বাজারে মূল্য তালিকা না থাকা এবং পর্যটকদের কাছ থেকে দাম বেশি রাখার দায়ে ছয়টি কটকটির দোকানে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে এ জরিমানা আদায় করা হয়।
 
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ পানিয় বিক্রয় এবং পর্যটকদের কাছে দাম বেশি রাখায়, মিলন কটকটির দোকানে ৫ হাজার, জিন্নাহর স্পেশাল কটকটির দেকানে ৫ হাজার, লালমিয়া কটকটি ঘরকে ৫ হাজার, নাসির কটকটি ঘরকে ৫ হাজার, নাসির কটকটি ভান্ডার-২ কে ৫ হাজার টাকা ও মহাস্থান কটকটি ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজফী ও জেলা নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা মো. রাসেল। এ অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের একটি দল তাদেরকে সহায়তা করে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
 
উপরে