প্রকাশিত : ৬ মার্চ, ২০২৩ ২১:৩২

সৈয়দপুরে কীটনাশকমুক্ত শুটকি উৎপাদন ও বিপণন বিষয়ক সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কীটনাশকমুক্ত শুটকি উৎপাদন ও বিপণন বিষয়ক সভা

নীলফামারীর সৈয়দপুরে কীটনাশকমুক্ত নিপারদ শুটকি উৎপাদন ও বিপণন বিষয়ক জনসচেতনতামূলত সভা অনুষ্ঠিত হয়েছে।

 পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় শহরের নিয়ামতপুরে শুটকি মাছ আড়ৎ এলাকায় ওই সভার আয়োজন করা হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া।

 এতে  বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মৎস্য অফিসার মো. আবু সাইদ ও সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার ফয়সাল রায়হান।

সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শুটকি ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, মো. শাহাবুদ্দিন ও দুলাল বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।

  সৈয়দপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উক্ত জনসচেতনতামূলক সভায় শতাধিক শুটকি মাছ আড়ৎ মালিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শুটকি মাছ সংরক্ষণে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশক না মেশানো এবং কীটনাশকমুক্ত নিরাপদ শুটকি উৎপাদন ও বিপণন বিষয়েরগুরুত্বারোপ করেন। 

উপরে