প্রকাশিত : ৭ মার্চ, ২০২৩ ১৪:৫৪

সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও বিনম্ব্র শ্রদ্ধা জানানো হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ুও শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার(ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির প্রমূখ। 

আলোচনা শেষে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উপরে