প্রকাশিত : ৭ মার্চ, ২০২৩ ১৪:৫৫

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়। রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন কালে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য  শাহাদাত হোসেন রুমেল, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, জেলা রেড ক্রিসেন্ট উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তরুণদের নবজাগরণে উদ্ধুদ্ধ করেন। ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অনন্য-অসাধারণ ভাষণ। জাতির পিতা ভাষণে আমরা দেখতে পায় বাঙালীর স্বাধীনতা যুদ্ধের সম্পূর্ণ পরিকল্পনা।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উপরে