প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:২৭

শিবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার
উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু,
উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ান জাহান, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, সন্তোষ কুমার দীলিপ।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতীকৃতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। দুপুর ১২টায় শিবগঞ্জ পৌর মিলনায়তনে আলোচনা সভা
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর
মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক এমদাদ,
পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও
প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, সহ প্রচার সম্পাদক আতিক রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বাবলু, সিরাজুল
ইসলাম, মন্ডল, সোহেল রানা মিন্টু।

উপরে