প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:৩০

শিবগঞ্জে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির সভা

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) উজ্জল কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম।

সভায় বক্তারা জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা যাচাই-বাচাই অন্তে ৩২৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত ঘর প্রদান করা হয়। ৪র্থ পর্যায়ে আরো ১১৫টি পরিবারের মাঝে জমি ও ঘর বরাদ্দ ও প্রদান সিদ্ধান্তের প্রেক্ষিতে
প্রধানমন্ত্রীর আগামী ২১ মার্চ (সম্ভব্য) তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক অন্যান্য উপজেলার ন্যায় শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

উপরে