প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:৩২

আদমদীঘিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি পালনে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,আৗযামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর দোয়া মাহফিল করে শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার(ভুমি) মুনিরা সুলতানা,সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাঁচিয়া) থানার সার্কেল নাজরান রউফ,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার ওসি রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা
খান,ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুর রহমান। পরে চিত্রাংকন,গান,রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও দিবসটি পালনের লক্ষে আদমদীঘি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সকালে জাতীয়,দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান,দোয়া মাহফিল ও বিকেলে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপরে