প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:৩৬

নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম উপজেলা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সহসভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা কল্পনা রাণী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশ চন্দ্র রায় প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।

উপরে