প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩ ১৩:২৩

বগুড়ায় কুঁড়ি উৎসবে প্রদান করা হচ্ছে সম্মাননা ও বর্ষসেরা পুরস্কার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কুঁড়ি উৎসবে প্রদান করা হচ্ছে সম্মাননা ও বর্ষসেরা পুরস্কার

শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক বিশিষ্ট ছড়াকার আখতার হুসেন ও কিশোর সাহিত্য পত্রিকার সম্পাদক রমজান মাহমুদ।

এছাড়া কুঁড়ি পত্রিকার ক্ষুদে লিখিয়ে শিশু-কিশোরদের মধ্যে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন এসওএস হ্যারম্যান মেইনার কলেজ বগুড়ার শিক্ষার্থী ক্ষুদে ছড়াকার আবু মুতা আলী উলাফাত, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ক্ষুদে গল্পকার ফারদিন শামস তিমির ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে প্রচ্ছদ শিল্পী আফিয়া মারইয়াম।

আগামী ১১ মার্চ বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় দিনব্যাপী কুঁড়ি উৎসবে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক ও ক্ষুদে লিখিয়েদের পুরস্কার প্রদান করা হবে। কুঁড়ি পত্রিকার সকল লিখিয়ে শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

 

উপরে