প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩ ১৩:৪৩

শিবগঞ্জে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের তথ্যাবধানে শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স শিবগঞ্জ সরকারি মোজাফ্ধসঢ়;ফর হোসেন কলেজ মাঠে এ মহড়া প্রদর্শন করে। উক্ত মহড়ায় শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ বেলজার রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা বিভিন্ন ভবনে অগ্নি সংযোগে আগুন নেভানোর প্রক্রিয়া-অগ্নি নিরাপত্তা, ভূমিকম্পনে বিধস্ত ভবন, গ্যাস সেলেন্ডারে অগ্নি নির্বাপক ব্যবস্থা, বন্যা ও দুর্যোগময় এলকায় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স তাদের কার্যক্রমের মহড়া প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শিবগঞ্জ সরকারি মোজাফফর হোসেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, নির্বাচন অফিসার আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারি প্রোগামার মাহফুজার রহমান নয়ন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু।

উপরে