আদমদীঘিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আশ্রয়নের বাড়ি ভাংচুরের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে এক দরিদ্র প্রতিবন্ধীর বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । প্রতিবন্ধী উজ্জল হোসেন এ ঘটনায় বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন । উজ্জল হোসেন সান্তাহার ইউনিয়নের ছাতনী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ।
উজ্জল হোসেন লিখিত অভিযোগে জানান, তিনি তাঁর স্ত্রী ডলি বেগমকে নিয়ে প্রায় তিন বছর যাবৎ ছাতনী আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন । গত ৫ মার্চ মার্চ রবিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী নিজ নিজ কাজের কারনে বাড়ির বাইরে বেরিয়ে যান । তাঁদের অনুপস্থিতে চেয়ারম্যান নাহিদ সুলতানা তাঁর লোকজন নিয়ে আশ্রয়ন প্রকল্পে আসেন । ্ধসঢ়;এক পর্যায়ে তারঁ উপস্থিতে লোকজন উজ্জলের বাড়ির পাশের টিনের চালা ও
চুলা ভাংচুর করে । উজ্জল হোসেন বলেন, বর্তমানে আমি বাড়িতে রান্না করতে পারছিনা । কি কারনে চেয়ারম্যান আমার বাড়ি ভাংচুর করেছে তা আমি বলতে পারিনা । আমি এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি । বিষয়টি নিয়ে চেয়ারম্যান নাহিদ সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যেম কর্মিদের বলেন, উজ্জলের কোন কিছু ভাংচুর করা হয়নি । সে অন্যের বাড়ির পাশে খড়ি স্তুপ করে রাখার জন্য অন্যের বাড়িতে আলো বাতাস যেতে পারে না । এ কারনে ওই খড়ি গুলো শুধু সরিয়ে দেওয়া হয়েছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে । এর আগে চেয়ারম্যান নাহিদ সুলতানার বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত রোজিনা বেগম নামের এক নারীকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ রয়েছে । পরে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার রোজিনা বেগমকে তাঁর বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করেন ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ